আজ ১০ মার্চ বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস - ২০১৯ পালিত হয়েছে। 'দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি', এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিচালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কর্মসুচিগুলি পালিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস