১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে গাংনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি মেম্বারবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধি। আয়োজনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভূমিকম্প, গ্যাসজনিত অগ্নিকান্ড ও বাসাবাড়িতে অগ্নিকান্ড নির্বাপণের মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS